Wednesday, August 29, 2012

১১



ভোরের বাতাস
স্বপ্ন থমকে যায়
আঁধার নীলের
ওই ধ্রুবতারায়
হৃদয় বাজে
ভুলে থাকা সুর
ঘাসের কাঁধের
শিশির সুমধুর

ধীরে ধীরে
এসে যাবে রোদ
জীবন যাপন
মধুর প্রতিশোধ
সময় সময়
ছুটে ছুটে যায়
মানুষ কেবল
হারায় হারায়

রাশি রাশি নিঃশ্বাস
রাশি রাশি ঘুমের আওয়াজ
শহর ঘুমায় আজ
শহর ঘুমায় আজ

ভোর ডাক দিয়ে যায় ঘর ছাড়ার
ভোর হাতছানি দেয় ঘর ফেরার
স্বপ্নের মেঠোপথে
স্বপ্নের ধানখেতে
স্বপ্নীল নদীতীরে
স্বপ্নের বিছানায়

জেগে রেগে ওঠে
প্রযুক্তির ঘোড়া
রেগে বেঁকে ওঠে
বিনোদনের পংকিলতা
বক্ররেখা ভাললাগা
দ্বিধা-দ্বন্দ্ব-ভালবাসা
শরীরে শরীরে দাগ
মনে কুয়াশা

ভেতরে ভেতরে পুড়ে জমে ওঠা ব্যথা
না-বলা না-বলা কত থেকে যাওয়া কথা

কিছু কিছু পাখি ডাকে, মরে ঝরে যায়
বিষণ্ন শহরের খরচের পাতায়
জটিল সুখের তোড়া কিনতে পাওয়া যায়
সহজ স্বপ্নগুলো, কোথায় গেল হায়


No comments:

Post a Comment