Thursday, September 6, 2012

১২



প্রতীক্ষারা নরম জলে লেখে কার নাম
বাউণ্ডুলে মেঘের দলে মিশে গেলাম
ভীনদেশী মেঘ শুক-সারি-সুখ এঁকে যায় গায়
প্রতীক্ষা সব চুল উড়িয়ে ডাকে আয় আয়



চাঁদের কে খোঁজ রাখে রোজ রোজ
তারাদের ঘুম পাখিদের ভোজ
মেঘের খাতায় পৃথিবীর নাম
যত অভিমান যত বদনাম


কাল কেটে মহাকাল
নীল-লাল খেয়াপাল
পরিযায়ী পাখিদের পালকের লাল
মেঘময় রোদেলা বিকাল


মেঘের চিবুক আলো করে যায় সারসের দল
ডানার আঁচল বিছিয়ে যায় টুপটাপ জল
প্রতীক্ষাদের নরম জলে লিখে যাওয়া নাম
বাউণ্ডুলে খেলার ছলে ঝরে পড়লাম


প্রতীক্ষারা নরম জলে লিখে গেল নাম
বাউণ্ডুলে মেঘের দলে ঝরে পড়লাম
ভীনদেশী মেঘ শুক-সারি-সুখ এঁকেছিল গায়
প্রতীক্ষা সব চুল উড়িয়ে ডেকেছিল আয়
  

No comments:

Post a Comment