Wednesday, September 26, 2012

১৬

নীল ডিম, তোমাকে তিরস্কার

আমাকে আমার মত থাকতে দিলেই
আকাশে অসহ্য রোদ
আমাকে আমার মত থাকতে না দিলেই
আকাশে অসহ্য মেঘ আর
যৌবনের বার্বিক্যু;
বার্ধক্য যদি নিতেই হয়, ছিঁড়ে নেবো তিক্ততর ফল
তীব্রতর ঝাল
অর্বাচীনপাল থেঁতলে দেয়া
শিলালিপি হবে প্রতিটি বিকাল

একটু... একটু... একটু...
তার পাঁজরে ছায়া দেয় বিশাল এক গোল টুপি
চশমার তাকে তাকে নানান সমুদ্রের জল
নিজস্ব হ্রদের ধারে ঝিমায় বুড়ো হাঁস
পৃথিবীতে বিকাল আসে
প্রেতজীবনের ইশতেহারে
সকাল-সন্ধ্যা-শেষরাতে
আমরা দেখেছি
ইস্পাতের ফুল
দাবার খেলায় একে অন্যের শোচনীয় হার

অবশেষে আমার ফেরা
সরল সূর্যোদয় কপালে রাখে হাত
বাম-বুক উড়ে যায়
এ ভার কবেকার আরাম ।
 
 
 
 

No comments:

Post a Comment