Sunday, September 9, 2012

১৩



অনেক ঝড়ের রথ, খুঁজে দেবে বুঝি পথ
পথের ধুলোরা কই, উড়ে উড়ে উড়ে, দূরে দূরে দূরে
অনেক ভোরের দাগ, মেখে সব সাদা কাক
কাকের বেদনা নেই, উড়ে উড়ে উড়ে, দূরে দূরে দূরে
অনেক ঢেউয়েতে ভেসে গেছে যত পূর্ণদৈর্ঘ্য প্রেম

অনেক দিনের পর, খুঁজে পাব বুঝি ঘর
ঘরের ঠিকানা নেই, ঠিকানা মানেতো কালো কালো কালো
কালো আকাশের দিন, কত না রঙে রঙিন
রঙিন শিশুরা নেই, ছেড়ে চলে গেছে অভিমানে সরে


দিনেরা রাতকে খায়, আলোছায়া বদলায়
অনাহারে মরে কুকুরের দল, শকুনের দল ভারী চঞ্চল
শকুনেরা মরে যায়, শকুনেরা কুরে খায়
দ্বিধা দ্বন্দ্বের কাল, নিশ্বাস ভরা জাল
দাম দিয়ে কেনা প্রতিটি সকাল, প্রতিটি বিকাল, রাত

অনেক দলিলে সই, চুক্তিতে হইচই
ঘরের দরোজা কই, ঘরের জানালা নেই
ছাদ উড়ে গেছে চাঁদের দেশে
মেঝেতে মাইন, দেয়াল বিলীন
ছাদ উড়ে গেছে চাঁদের দেশে
মেঝেতে মাইন, দেয়াল বিলীন
অনেক ঝড়ের রথ, খুঁজে দেবে বুঝি পথ
পথের ধুলোরা কই, উড়ে উড়ে উড়ে, দূরে দূরে দূরে
দূরে... দূরে... দূরে...

No comments:

Post a Comment